নক্সা ও জরিপ শাখা

নক্সা ও জরিপ শাখাঃ

ক্রমিক নংসেবা সমূহসেবা প্রাপ্তির নিয়মসময়
০১.

৩য় তলা

ভবন নির্মানের ছাড়পত্রলক্ষীপুর পৌরসভা এলাকায় ভবন নির্মানের জন্য নক্সা অনুমোদনের ক্ষেত্রে পৌরসভা প্রকৌশলী বিভাগ হতে ৩০০,৫০০,১০০০/-টাকা মূল্যের আবেদন ফরম খরিদ করতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের সাথে জমির মালিকানার দলিল, খতিয়ান, জমা খারিজ সহ কাগজ পত্রাদি, বাড়ীর নির্মান নক্সা সহ দাখিল করা হলে সরেজমিনে তদন্ত করে উপসহাপনের পর অনুমোদন দেয়া হয়।

 

সকল কাগজ পত্র জমা প্রদানের পর ৩০ দিনের মধ্যে নক্সা অনুমোদনের ছাড়পত্র প্রদান করা হয়।

নক্সা অনুমোদন ফিঃ মডেল ট্যাক্স সিডিউল ২০০৩ অনুযায়ীঃ

ক্রমিক নংবিবরনবিবরন ও টাকার পরিমান
০১.সীমানা প্রাচীর (পাকা)১০০ বর্গফুট পর্যন্ত ১৫০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৩০ টাকা।
০২.অসহায়ী কাঁচা সহাপনা (প্রতিটি)২০০/- টাকা
০৩.সেমিপাকা ইমারত (আবাসিক)৫০০ বর্গফুট পর্যন্ত ২০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৩০ টাকা।
০৪.সেমিপাকা ইমারত (ব্যানিজ্যিক)৫০০ বর্গফুট পর্যন্ত ৪০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৬০ টাকা।
০৫.পাকা ইমারত (বানিজ্যিক)৫০০ বর্গফুট পর্যন্ত ৩০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৪০ টাকা।
০৬.পাকা ইমারত (ব্যানিজ্যিক)৫০০ বর্গফুট পর্যন্ত ৬০০/- এবং পরবর্তী প্রতি বর্গফুটের জন্য ০.৮০ টাকা।