মেয়রের প্রোফাইল

ব্যক্তিগত পরিচিতি:

          নাম                        :         মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া

                                                (মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর)

২৮-১১-২০২১ ইং তারিখে নৌকা প্রতিকে (ই.ভি.এম) এর মাধ্যমে নির্বাচনে আমি সহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করি, উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭১,৩২২ তার মধ্যে ৪১,০৩০ ভোট কাষ্ট হয় এবং আমি ৩৭,৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হই।

          পিতার নাম                :         মৃত কামাল উদ্দিন ভূঁইয়া

          মাতার নাম                :         মৃত জাহানারা বেগম

          স্থায়ী ঠিকানা               :         গ্রীণ হাউজ (হোল্ডিং নং-৪৬৬), রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক,

                                       :         সাং-বাঞ্চানগর, পোঃ + থানা + জেলা- লক্ষ্মীপুর-৩৭০০

          বর্তমান ঠিকানা                      :         গ্রীণ হাউজ (হোল্ডিং নং-৪৬৬), রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক,

                                       :         সাং-বাঞ্চানগর, পোঃ + থানা +জেলা- লক্ষ্মীপুর-৩৭০০

          জন্ম তারিখ                :         ০৮-০৮-১৯৭৩ ইং। 

          ধর্ম                         :         ইসলাম (সুন্নী)।

          জাতীয়তা                  :         বাংলাদেশী।

          জাতীয় পরিচয়পত্র নং    :         ১৪৮৫০৬৬৫০৮। 

          বৈবাহিক অবস্থা           :         বিবাহিত। 

          পেশা                       :         ব্যবসা।

          শিক্ষাগত যোগ্যতা        :         এইচ.এস.সি. ।

রাজনৈতিক বৃত্তান্ত:

সভাপতি                                      :         লক্ষ্মীপুর শহর ছাত্রলীগ ১৯৮৯ খ্রি:।

সহ-সভাপতি                        :         লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রলীগ ১৯৯১ খ্রি:।

যুগ্ম সম্পাদক                       :         লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগ ২০০০ খ্রি:।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক       :         লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ২০০৩ – ২০১৬ খ্রি:।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক       :         লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ২০১৬ – ২০২২ খ্রি:।

পারিবারিক জীবন :                       :         ১ স্ত্রী ও ২ ছেলে।

পারিবারিক রাজনৈতিক পরিচিতি :

  • পিতা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া ১৯৭৭-২০০৩ খ্রি: (মৃত্যু পূর্ব পর্যন্ত) লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এর দায়িত্ব পালন করেন।
  • বড় মামা বীর মুক্তিযোদ্ধা মরহুম আ. ন. ম. ফজলুল করিম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পরবর্তীতে (মৃত্যু পূর্ব পর্যন্ত) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
  • ছোট মামা মরহুম মনিরুল করিম ১০ বছর পর্যন্ত (মৃত্যু পূর্ব পর্যন্ত) পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
  • চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেম ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন।
  • চাচা শহীদ মুক্তিযোদ্ধা মরহুম তাফাজ্জল হোসেন লাতু ভূঁইয়া ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু কর্তৃক শহীদ পরিবার হিসাবে সনদ ও আর্থিক অনুদান প্রাপ্ত হন।
  • চাচাতো ভাই জনাব জাকির হোসেন ভূঁইয়া আজাদ ১৯৮৪-১৯৮৬ সালে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।
  • চাচাতো ভাই জনাব দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ ১৯৯১ সালে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন।
  • চাচাতো ভাই এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া (মান্না) কেন্দ্রীয় ছাত্রলীগের (লিয়াকত-বাবু কমিটি) সদস্য ছিলেন, বর্তমানে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
  • চাচাতো ভাই শাহাদাত হোসেন ভূঁইয়া বর্তমান জেলা ছাত্রলীগ কমিটির সাধারন সম্পাদক এর দ্বায়িত্ব পালন করছেন।

সামাজিক পরিচিতি:

সভাপতি                             :         পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়।

সভাপতি                             :         লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক জামে মসজিদ।

সাধারণ সম্পাদক          :         রেহান উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ।

সভাপতি                             :         লক্ষ্মীপুর পৌর মহাশ্মশান ঘাট সংসদ।

দাতা সদস্য                :         পৌর শহীদ স্মৃতি একডেমী।

সভাপতি                             :         নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল।

সদস্য                      :         জেলা শিল্পকলা একাডেমী।

সাধারণ সম্পাদক          :         রেহান উদ্দিন ভূঁইয়া ক্রিড়া চক্র।

ব্যাবসায়িক পরিচিতি  

চেয়ারম্যান                          :         লক্ষ্মীপুর অনলাইন (আই.এস.পি)

চেয়ারম্যান                          :         গ্রীন ক্যাবল নেটওয়ার্ক

চেয়ারম্যান                          :         মেসার্স জে. কে এন্টারপ্রাইজ

কার্যকরী সদস্য                      :         চেম্বার অব কমার্স, লক্ষ্মীপুর।

সদস্য                                :         লক্ষ্মীপুর জেলা বণিক সমিতি