কর আদায় শাখা

 

 

ক্রমিক নং

সেবা সমূহ

নিয়ম/ প্রক্রিয়া

০১.

নিচ তলা

হোল্ডিং কর পরিশোধ ও বকেয়া কর আদায়ক)লক্ষ্মীপুর পৌরসভা অফিসে করঅআদায় শাখায় এসে হোল্ডিং এর মালিক আদায়কারীর নিকট হতে কম্পিউটারাইজড ট্র্যাক্স বিল সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে পৌরকর পরিশোধ করতে পারেন। এই ছাড়া প্রতি অর্থ বছরের শুরতে কম্পিউটার রাইজড ট্র্যাক্স বিল প্রত্যেক হোল্ডিং মালিকের নিকট পৌছানো হয়। হোল্ডিং মালিক গন তাদের সুবিধা মত বিলের কপি ব্যাংকে জমা দিয়ে পৌরকর পরিশোধ করতে পারেন।
খ)আর্থিক বছরে ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে কম্পিউটার রাইজড ট্র্যাক্স বিল ব্যাংকের মাধ্যমে হোল্ডিং মালিক গন কর পরিশোধ হাল সনের পৌরকর (i) প্রথম কিস্তি (জুলাই- সেপ্টেম্বর) পরিশোধ করলে ৫% রিবেট (i i) প্রথম দুই কিস্তি (জুলাই- ডিসেম্বর) অর্থ বছরে প্রথম তিন কিস্তি (জুলাই-মার্চ) অগ্রীম পরিশোধ করলে ৭.৫% রিবেট এবং (i i i) প্রথম চার কিস্তি (জুলাই-জুন) অগ্রিম পরিশোধ করলে ১০% রিবেট এর সুবিধা পাবেন।
গ)হাল সনের পৌরকর যথা সময়ে পরিশোধ করা না হলে নির্ধারিত আর্থিক বছর পরে হালসনের বকেয়ার উপর ৫% সারচার্জ আরোপিত হয়। এরুপ বকেয়া কর পরিশোধ না করা পর্যন্ত বকেয়ার উপর ৫% হারে সারচার্জ আরোপ হতে থাকে।