প্রকৌশল বিভাগ

প্রকৌশল বিভাগ


১। রাস্তা ফুটপাত ও সারফেস ড্রেন পটহোলস, ভাঙ্গা স্লাব, রাস্তার উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে আবেদন/ অভিযোগ দাখিলের পর সংশি­ষ্ট বিভাগ কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবসহা গ্রহণ করা হয়। এছাড়া ও সড়ক বাতি সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর সল্পতম সময়ের মধ্যে যথাযথ ব্যবসহা নেয়া হয়।

২। সড়ক খননঃ

(ক) পানি, গ্যাস ইত্যাদি সার্ভিস সংযোগের জন্য পৌরসভার প্রকৌশল বিভাগ হতে ফরম সংগ্রহ করতে হয়।

(খ) ফরমটি পূরন করে হোল্ডিং ট্যাক্সের হালনাগাদ রশিদের ফটোকপি সহ পৌর কার্যালয়ে জমা প্রদান করতে হয়।

(গ) আবেদন ফরম জমা প্রদানের পরবর্তী ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে ক্ষতিপুরনের চাহিদা পত্র প্রস্ত্তত করা হয়।

(ঘ) চাহিদা পত্র অনুযায়ী সংশি­ষ্ট বিভাগে ক্ষতি পুরনের টাকা জমা প্রদানের পর ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে সড়ক খননের অনুমতি পত্র পৌর কার্যালয় হতে সংগ্রহ করা যায়।

সড়ক খননের ক্ষতিপুরনের হারঃ পৌর পরিষদ সভার অনুমোদিত

 

ক্রমিক নং

বিবরন

টাকা  (প্রতি বর্গফুট হারে)

০১.

কাঁচা রাস্তা

১৫/-

০২.

ব্রিক সলিং রোড

৮০/-

০৩.

এইচ বি বি রোড

১২৫/-

০৪.

মেকাডাম সিলকোট  রোড

১৪০/-

০৫.

মেকাডাম  কার্পেটিং রোড

১৭০/-

০৬.

আর সি সি রোড

১৬০/-

৩। ঠিকাদারী লাইসেন্স তালিকাভূক্তিঃ (নবায়ন, শ্রেনী উন্নয়ন ও রেজিষ্ট্রেশন বই)

 

লাইসেন্স এর শ্রেনী

নতুন লাইসেন্স ফি

নবায়ন ফি

ক শ্রেনী

২৫০০/-

২০০০/-

খ শ্রেনী

২০০০/-

১৫০০/-

গ শ্রেনী

১৫০০/-

১০০০/-

আবেদন ফরম

৫০/-

ঠিকাদারী রেজিষ্ট্রেশন বই

২০০/-

পরিমাপ বই

১০০/-

 

তাছাড়া ৫০% জরিমানা দিয়ে ১/০৭/২০১০ ইং তারিখ হইতে ৩০/১২/১০ইং তারিখ পর্যন্ত ঠিকাদারী লাইসেন্স নবায়ন করা যাইবে। এবং ১/০১/২০১১ ইং হইতে ৩০/০৬/২০১১ ইং পর্যন্ত ১০০% জরিমানা দিয়ে নবায়ন করা যাইবে।

ভৌত অবকাঠামো ও অন্যান্য সেবা সমূহ

  • রাস্তা বিষয়ক তথ্যঃ

 

ক্রমিক নংধরনদৈর্ঘ্য

(কিঃ মিঃ)

রস্তার অবস্থা (রাস্তার দৈর্ঘ্য)

 

মন্তব্য
ভাল*মোটামুটি ভাল *ভাল নয়*
১.কার্পেটিং(বিসি)৭৩.৫০০১৪.৭০১৪.৭০৪৪.১০
২.এইচ বি বি২.৮৭০.৪১০.৫০১.৯৬
৩.সলিং২২.৫০৭.২৪১.৮১১৩.৪৫
৪.সিসি/আরসিসি৪.০২৮২.৫০.৭৫.৭৭
৫.ডবিস্নউবিএম৩.১১০.৩১০.২১২.৫৯
৬.কাঁচা২৮.৮২১২.০০৪.০০১২.৮২
.অন্যান্য
মোট=১৩৪.৭৯৩৭.১৬২১.৯৭৭৫.৬৯

 

*ভাল         – রাস্তাটি চলাচলের উপযোগী এবং নিকট ভবিষ্যতে মেরামতের প্রয়োজন হবে না

*মোটামুটি ভাল    – রাস্তাটি অল্প কিছু সংস্কার করলে চলাচলের উপযোগী হবে

*ভাল নয়       – রাস্তাটি পূনঃনির্মাণ করা ছাড়া চলাচলের উপযোগী হবে না

 

১০.২   ড্রেন বিষয়ক তথ্যঃ

 

ক্রমিক

নং

ধরনদৈর্ঘ্য (কিঃ মিঃ)ড্রেনের অবস্থামন্তব্য
সংস্কারের প্রয়োজনসংস্কারের প্রয়োজন নেই
ব্রিক ড্রেন৮.৫০৫.০০৩.৫০
আরসিসি ড্রেন৯.৫০১.৫০৮.০০
প্রাইমারী খাল/ড্রেন১৫.০০১৫.০০
কাঁচা ড্রেন২৮.৪৫২০.০০৮.৪৫
মোট=৬১.৪৫৪১.৫০১৯.৯৫

 

১০.৩   ব্রিজ ও কালভার্ট বিষয়ক তথ্যঃ

ক্রমিক নংবিবরণসংখ্যাদৈর্ঘ্য ( মিঃ)সংস্কারের প্রয়োজন নাই
ব্রিজের সংখ্যা১২৫.০০
কালভার্টের সংখ্যা৫০১৩৫.০০
মোট=৫৯২৬০.০০

 

 

  • সড়ক বাতি সংক্রান্ত তথ্যঃ

 

ক্রমিক নংবিবরণ(কিঃমিঃ)সংখ্যা
সড়ক বাতির সংখ্যা ও সড়কের দৈর্ঘ্য (কিঃমিঃ)১২০.০১ কি:মি:৪০০০
শতকরা (%)
সড়ক বাতির কভারেজ (%)৮০%
টাকা
মাসিক সড়ক বাতির বিল (টাকা)২,৫০,০০০
সড়ক বাতির বিলের বকেয়ার পরিমাণনাই